বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক মরহুম নূরুল আনোয়ারের কবর জিয়ারত করেছেন জে এম আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুর রাজ্জাক । এ সময় আরো উপস্থিত থেকে জেয়ারতে সামিল হন অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জামাল উল্ল্যাহ , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাবের আল মাহমুদ , জে এম আই এলপি গ্যাসের জিএম মোজাম্মেল হক , এডমিন অফিসার সোহেল সরকার , জে এম আই সিলিন্ডার কারখানার সিনিয়র ম্যানেজার তরিকুল হক সহ কারখানার অফিসারবৃন্দ।
জেয়ারত শেষে জেএমআই গ্রুপের পরিচালক বলেন, সাবেক আইভপি নুরুল আনোয়ার জাতির সূর্যসন্তান, তার জন্ম বাড়বকুণ্ডে এটা এই এলাকার জন্য খুবই গর্বের।এমন গুণিজনের চলে যাওয়া দেশের জন্য অপূরনীয় ক্ষতি। শুধু বাড়বকুণ্ডে নয়, দেশের প্রতিটি গ্রামে এমন গুণী ও জাতির সূর্যসন্তানের জন্ম হোক। আমি মরহুম আইজিপির জন্য বেহেশত কামনা করছি।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক নূরুল আনোয়ার (৭৩) ১০ডিসেম্বর ২০২৩ সনের রোববার ইন্তেকাল করেন। সেদিন ভোর সাড়ে ৪টায় রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
নুরুল আনোয়ার ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়ার পর ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগ দেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন