সারাদেশে বিএনপি জামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) সীতাকুণ্ড পৌরসদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জনাব সুরাইয়া বাকের এর সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহীনুর আক্তার বিউটির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব দেলোয়ারা ইউসুফ৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড়ভোকেট বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমানা নাসরিন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার,সদস্য লিপি দেওয়ানজি৷
আরও উপস্থিত ছিলেন, পারভীন আক্তার, রেজোয়ানা শারমিন, জাহানারা নাজনীন, নার্গিস আক্তার, সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর আনোয়ারা বেগম, সীতাকুন্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের নাজনীন আক্তার পান্না,নার্গিস আক্তার, কামরুন নাহার নিলু,রিজিয়া বেগম, আলেয়া বেগম, সুলতানা বেগম, এন এম শাহেদা আক্তার ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।