হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্বাস্থ্য ও পুষ্টি সমৃদ্ধ জাতি গঠনে প্রাণী সম্পদ দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক সময় পবিত্র কোরবানি ঈদে আমাদেরকে গবাদি পশুর জন্য পাশ্ববর্তী দেশের উপর নির্ভর করতে হত। বর্তমানে দেশের পশু দিয়ে কোরবানি ঈদের চাহিদা পুরন হয়ে থাকে। দেশ এখন মাংসে স্বয়ং সম্পূর্ণ। তাছাড়া মাছ এবং সবজী উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে অন্যতম স্হানে রয়েছে।
সরকারের প্রধান মন্ত্রীর যোগ্য নিদের্শনায় আমাদের প্রাণী ও মৎস্য সম্পদ এবং কৃষি অধিদপ্তর আন্তরিক ভাবে কাজ করছে বলে দেশ বিশ্বের সাথে মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি রবিবার(২৬ ফেব্রুয়ারী)হাটহাজারী প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন।
স্মাট লাইফষ্টক,স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে স্হানীয় পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। অনুষ্ঠানের অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, রাজনৈতিক ব্যাক্তিত্ব ইউনূচ গনি চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি রুহুল আমীন সবুজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো। ডাঃ মোচ্ছাম্মদ রেবেকা সুলতানা স্বপ্না ও উপসহকারী কমিউনিটি প্রাণী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খামারীদের পক্ষে বক্তব্য রাখেন মনসুর আলম চৌধুরী। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে, প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল ডি ডি পি) প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন যথাক্রমে জামশেদুল ইসলাম ও রনজিত কুমার নাথ।
পরে সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জোবরা পি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী, ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিদ্যালয় ও কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হাসান।
সহকারী শিক্ষক মো: নাসির উদ্দীন ও বাংলা প্রভাষক শাহিন আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এড, মোহাম্মদ শামিম,ওসি রুহুল আমিন সবুজ, সাবেক এজিএম জমুনা ওয়েল কোম্পানি মোহাম্মদ আবুল বশর, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকবর হায়দার চৌধুরী, হাবিবুর রহমান রাজু, মোহাম্মদ রকিবুল ইসলাম প্রমুখ।