বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু যুদ্ধ হোক এটা চাননি। এটি চাপিয়ে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু ছিলেন খুবই বিচক্ষণ ব্যক্তি। তিনি বুঝতে পেরেছিলেন যুদ্ধ হবে তাই এক দিকে ইয়াহিয়া খানের সাথে আলোচনা অন্য দিকে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন।
বুধবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা সভার প্রধান আলোচক শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামীতে অনেক ষড়যন্ত্র হতে পারে। এখন বিএনপি- জামায়াতের নেতার ছেলেরা আওয়ামীলীগ সেজে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। তাই এদের সম্পর্কে সর্তক থাকতে হবে। ছেলে মেয়েদের পুথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি জোর দেয়ার আহবান জানান তিনি।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহি উদ্দিন রাশেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,
চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান শাহ, মেলা কমিটির কো- চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার প্রমুখ।
প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর স্থাপন করা হয়েছে। এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। হয়তো আমি দেখে যেতে পারবো না। আপনারা দেখবেন। মিরসরাইসহ পুরো চট্টগ্রামের চিত্র পাল্টে যাবে।