যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ মে) বিকেলে উপজেলার মীরসরাই স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মাষ্টার দিদারুল আলমের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব সহ প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় মীরসরাই পৌরসভা এবং ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন একাদশের মধ্যকার ফাইনাল খেলায় ৩-০ গোলে মীরসরাই পৌরসভা জয়লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের তারেক।
উপজেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা য়ায, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা পর্যায়ে খেলার জন্য খেলোয়াড় বাছাই করা হয়েছে। টুর্নামেন্টে মীরসরাই ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভা ১৮টি দল অংশগ্রহণ করেন।