বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মা লায়লা বেগমকে (৭৬) বুধবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টা ৩৩ মিনিটে তিনি মারা যান। এদিকে মায়ের মৃত্যুর সংবাদ শুনে ২৩ মিনিটের ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাস ফেরত পুত্র রেজাউল করিম(৪৩) ও মারা যান। মা- ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ১নং ওয়ার্ড মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া মা ও ছেলে হলেন ওই এলাকার মৃত আবুল হাসেমের স্ত্রী ও পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, লায়লা বেগম দীর্ঘদিন যাবত নানা জটিলতায় ভূগছিলেন। বুধবার অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৯টা ৩৩ মিনিটে লায়লা বেগমের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবরে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন রেজাউল করিম। পরে রেজাউল করিমকে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে শোক সইতে না পেরে রেজাউল হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। রেজাউল করিমের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনি সাড়ে পাঁচ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছিলেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় জানাজা শেষে তাদের মরদেহ দাপন করা হয়।