রহস্যজনকভাবে রোজিনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেনু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির কেনু মিয়ার মেয়ে। পরিবারের দাবি বটকিতে পড়ে রোজিনা মারা গেছে। তবে পুলিশ বলছে, রোজিনার মৃত্যু অন্য কোন কারণে হতে পারে। পুলিশের বলছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তবে পুলিশ রোজিনার ঘর থেকে একটি রক্ত মাখা ছুরি উদ্ধার করেছে।
রোজিনার মা পরান ধনের দাবি, বুধবার দুপুরে রোজিনা অসর্তকতাবশত একটি বটকিতে পড়ে মারা যায়। তাড়াতাড়ি লাশ দাফনের করতে গেলে পুলিশ এসে বাধা দেয়।মৃত্যুর ঘটনা চাপা দিতে তাড়াহুড়া করে লাশ দাফনের আয়োজন পুলিশ বলছে।
স্থানীয়দের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন রোজিনার সাথে তার বড় বোনের ছেলে তারিকুল ইসলামের পারিবারিক দ্বন্দ্বে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তারিকুল ছুরি দিয়ে রোজিনা আঘাত করলে তার মৃত্যু হয়।
তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর তারিকুল পলাতক রয়েছে। তারিকুলের বাড়ি ফেনীর জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নে। তারা নানার বাড়িতে থাকতো।
মিরসরাই সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, রোজিনার মৃত্যু রহস্যজনক। ধারণ করছি, এটা খুন হতে পারে। রোজিনার ঘর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর রোজিনার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে