চট্টগ্রামের মিরসরাই ইকোনোমিক জোনের জমি উদ্ধারে বাধা, ইউপি সদস্যের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মিরসরাইয়ে শেখ আশরাফ উদ্দীন রাকিব নামে এক ইউপি সদস্যের জেল দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ দিনের জেল দেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বঙ্গবন্ধু শিল্পনগরের জন্য বেজার অধিগ্রহণ করা জমি উদ্ধার অভিযানে বাধা দেওয়ার অপরাধে তাকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আশরাফ উদ্দীন ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের
সদস্য।
বঙ্গবন্ধু শিল্পনগরের জন্য অধিগ্রহণ করা ওই জমি স্কেভেটরের মাধ্যমে খুঁড়ে মৎস্য প্রজেক্ট করছিল একটি চক্র। অভিযোগ পেয়ে বেজার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ও সিনিয়র সহকারী সচিব মো. ইয়াছিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে দলবল নিয়ে বাধা দেন এই ইউপি সদস্য।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, বেজার অভিযোগ পেয়ে ৬ নং ইছাখালী এলাকায় জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিব লোকজন নিয়ে বাধা দেওয়ায় তাকে ৫ দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া ১০টি মোটরসাইকেল জব্দ করে বেজা অফিসে রাখা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। জব্দ করা মোটরসাইকেলগুলোর রেজিষ্ট্রেশন নাম্বার না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আবদুল্লাহ ফারুক বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণকৃত জায়গায় স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা অবৈধভাবে মাছ চাষ করে আসছিলো। আজ দিনভর সেগুলো উদ্ধারে প্রশাসন অভিযান চালিয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বেজার পক্ষ থেকে আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে