চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ২ নং হিংঙ্গুলী ইউনিয়নে একটি পুরাতন গ্রেনেড বোমা পাওয়া যায়। গত মঙ্গলবার বিকালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস এর কবর খুড়তে গিয়ে এ বিস্ফোরক পাওয়া যায়।পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জোরারগঞ্জ থানার পুলিশের টিম বুধবার আজমনগর গ্রামে লাল মহোন ব্যপারি বাড়ির পাশে এ বোমার চারপাশে বালির বস্তা রেখে পাহারায় রয়েছে।
এ বিষয়ে স্থানীয় এলাকার বাসিন্দা দিদারুল আলম সোহেল জানায়, গতকাল বিকালে কবর খুড়তে গিয়ে এ জিনিসটা সবার চোখে পড়ে। প্রথমে সবাই না বুঝে এটি নিয়ে খেলা করলেও পরে যখন গ্রেনেড বোম সাদৃশ্য প্রতিয়মান হলে আমরা এটি কবরস্থানের পাশ থেকে সরিয়ে রেখে একটি দেয়ালের পাশে রাখি। আজ সকালে পুলিশ প্রশাসন খবর পেলে উনারা এসে এটির চারদিকে বালির বস্তা দিয়ে চাপা দেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বার শাহ আলম এর সাথে কথা বললে তিনি বলেন প্রথমে এটি নিয়ে কেউ এত গুরুত্ব না দিলেও এখন এলেকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এটি এখন বিপদজনক ভাবে অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, বিষয়টি আমরা খবর পেয়ে তাতক্ষণিকভাবে এসআই আল মাহমুদ শরীফ এর নেতৃত্বে আমাদের টিম পাঠিয়েছি। বর্তমানে এটির চারপাশে বালির বস্তা দিয়ে ডেকে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তাঁরা বোমা ডিসপোজাল ইউনিট পাঠাচ্ছে। আপাতত পুলিশ পাহারায় রেখেছি।