চলমান আন্দোলনে বিএনপি-জামায়াত জোটের তৃতীয় দফা অবরোধের প্রথমদিনে মিরসরাইয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।
বুধবার (৮ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় মিছিল করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিনের সমর্থকরা। মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেলে নেতৃত্ব মিছিলে অংশ নেয় উপজেলা ছাত্র দলের নেতা কর্মীরা।
এদিকে বুধবার সকাল থেকে অবরোধে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। এছাড়াও পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোডাউন করেছেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল বলেন, কেয়ার টেকার সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবীতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ভোরে আমরা মিরসরাই এলাকায় অবরোধ সমর্থনে মিছিল করেছি। অবরোধ পালন করার জন্য আমরা রাজপথে থাকবো। চলমান আন্দোলন বেগবান করতে দলীয় সকল কর্মসূচীতে নেতা কর্মীদের অংশ গ্রহণের মাধ্যমে লড়াই সংগ্রাম চলবে।