বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মিরসরাই কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সরোয়ার জামান সিফাতকে সভাপতি ও মেহেদী হাসান শিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাবেদ ইকবাল শুভ, আকাশ মনি ও মহিবুল হোসেনকে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফরা ইকবাল নাহিদ, আরিফুর রহমান ও মিথুন শর্মা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ১ বছরের জন্য মিরসরাই কলেজ ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের আগামির নৌকার কাণ্ডারি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালি করার জন্য কাজ করবে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।