“বারইয়ারহাট ব্লাড ব্যাংক” সংগঠনের ৩য় বর্ষপূতি ও ৪র্থ বছরে পর্দাপন উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে এবং কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় ৫০০ জন শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিক্ষা করা হয় । বৃহস্পতিবার (২রা মার্চ) বিকেলে বারইয়ারহাট পৌরসভার অন্তর্গত বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া সংগঠনের ৩য় বর্ষপূতি ও ৪র্থ বছরে পর্দাপন উপলক্ষে সেরা ৫ টি সংগঠন রক্তের বন্ধনে মীরসরাই, রক্তিম ক্লাব করেরহাট, স্বেচ্ছাসেবি ব্লাড ব্যাংক মানব কল্যাণ ফাউন্ডেশন, জোরারগঞ্জ ব্লাড ব্যাংক,ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক, এফসি ১৬ ইউনিয়ন ব্লাড ব্যাংক। সেরা ৫ জন রক্তদাতা জনাব আব্দুল কাইয়ুম, ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, মোহন দে, শিমূল,ও সাফায়েত হোসেন। এছাড়াও ৮ জন এডমিন মডারেটর, এডমিন রুভেল, এডমিন শাখাওয়াত হোসেন, এডমিন ফজলুল করিম, এডমিন উম্মে ফারিয়া, এডমিন নজরুল ইসলাম, এডমিন নজরুল ইসলাম তারেক এডমিন জ্বারা চৌধুরী, এবং মডারেটর সম্রাট সজিব। ৫ জন সেরা সদস্য, তাসরিফ সিফাত, আল-আমিন, নোমান আবেদিন, তাসলিমা আক্তার (মনি), সাদিয়া আক্তার, এবং মীর হোসেন কে সম্মননা দেওয়া হয়।
ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো, “বারইয়ারহাট ব্লাড ব্যাংক” এর উপদেষ্টা ও কমর্ফোট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান নিজাম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর (এস আই) আব্দুর রহিম এবং বিশেষ অতিথি ছিলেন “বারইয়ারহাট পৌর বহুমুখি উচ্চ বিদ্যালয়” এর অধ্যক্ষ জনাব ছায়ফুল ইসলাম ভুঁইয়া, আর্দশ বন্ধু ফোরামের সাবেক সভাপতি জনাব দীন মোহাম্মদ সহ মীরসরাইয়ের বেশ কয়েকটি সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রক্তের বন্ধনে মিরসরাই এর ইকবাল হোসেন, মানবিক স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক ফাউন্ডেশন এর মোঃ শাহিন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক এর, একে এম অপূর্ব, রক্তিম ক্লাব করেরহাট এর ফরহাদ উদ্দিন, তারুন্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর মাহিম উদ্দিনসহ অনেকে।