চট্টগ্রামের মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১, ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৪ এর প্রথম দিবস ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক শাখায় ক্রীড়া অনুষ্ঠানের আহবায়ক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ নাজিম উদ্দিন। প্রধান শিক্ষক বলেন শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।’এবং ক্রীড়া অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালক গনকছডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ সাইফুদ্দীন মীর শাহীন।
তিনি বলেন “খেলাধূলায় বাড়ে বল, চলরে সবাই খেলতে চল” কবিতার তাৎপর্য তুলে ধরেন। প্রাথমিক শাখার ক্রীড়া আহবায়ক সিনিয়র শিক্ষক একরামুল হকের পরিচালনায় ১৯ টি ইভেন্ট এবং মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক জিয়া উদ্দিনের পরিচালনায় ৩৩ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে স্কুল মাঠে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।