চট্টগ্রামের মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিজস্ব ভবনে স্থানান্তর ও ১ দশক পূর্তি উদযাপনের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (১০মে) সকাল ১১ ঘটিকায় মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশানের সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, প্রধান অতিথি হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর জহির উদ্দিনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, মানুষের সেবায় সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা অনস্বীকার্য। ব্যবসার সাথে সাথে সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।
চিকিৎসকরা যদি মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকার চিন্তা থাকে তাহলে এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। সেবা হাসপাতাল রোগীর সেবায় সবসময় এগিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের নিজস্ব ভবনে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত অপারেশন থিয়েটার, বিভিন্ন সুযোগ সুবিধা থাকা কেবিন রোগীর জন্য দ্রুত সার্ভিসের লক্ষ্যে লিফটের সুযোগ এসব পরিদর্শন করেন।