চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের বেরীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মুমিন (২২)। সে একই ইউনিয়নের রজ্জক শিকদার পাড়া এলাকায় রশিদ আহমদের ছেলে।
জানা যায়, সোমবার ৪টার দিকে বেরীবাঁধ স্থানীয় একটি বসতবাড়িতে মুমিন হেলপার হিসেবে কাজ করছিলেন। এ সময় তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, বসতবাড়িতে কাজ করতে গিয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে.