চট্টগ্রাম 9:18 am, Saturday, 5 October 2024

রাঙ্গুনিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু

রাঙ্গুনিয়ায় পিকআপ ভ্যানের চাকার নিচে চাপা পড়ে মোহাম্মদ আমিনুল হক ওরপে ভাইল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে।

নিহত আমিনুল হক রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামের মরহুম মোশাররফ আলীর ছেলে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার পুরাতন থানার সামনে পথচারী আমিনুল হককে একটি গরুবাহী পিকআপ ভ্যান চাপা দেয়। এতে হেলাল উদ্দিন গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নেয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক পিকাপ ভ্যানসহ চালক নুরুদ্দিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি কুমিল্লায়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মাহবুব মিলকী।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার বলেন, নিহত আমিনুল হকের বাড়ি সৈয়দবাড়ি হলেও পরিবার নিয়ে ইছাখালী থাকতেন। বাজার থেকে বাড়ি ফেরার সময় সড়কে অসুস্থ হয়ে হঠাৎ বসে পড়েন তিনি। চলন্ত অবস্থায় গরুবাহী পিকআপ ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। তবে তিনি শারিরীকভাবে একটু অসুস্থ ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বছর দু’য়েক আগে দেশে আসার পর থেকে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় জড়িত ছিলেন তিনি। পরিবারে তার স্ত্রী, এক ছেলে চার কন্যা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে রূপসী ঝর্ণায় ২ শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু

Update Time : 11:52:34 pm, Monday, 10 April 2023

রাঙ্গুনিয়ায় পিকআপ ভ্যানের চাকার নিচে চাপা পড়ে মোহাম্মদ আমিনুল হক ওরপে ভাইল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে।

নিহত আমিনুল হক রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামের মরহুম মোশাররফ আলীর ছেলে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার পুরাতন থানার সামনে পথচারী আমিনুল হককে একটি গরুবাহী পিকআপ ভ্যান চাপা দেয়। এতে হেলাল উদ্দিন গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নেয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক পিকাপ ভ্যানসহ চালক নুরুদ্দিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি কুমিল্লায়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মাহবুব মিলকী।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার বলেন, নিহত আমিনুল হকের বাড়ি সৈয়দবাড়ি হলেও পরিবার নিয়ে ইছাখালী থাকতেন। বাজার থেকে বাড়ি ফেরার সময় সড়কে অসুস্থ হয়ে হঠাৎ বসে পড়েন তিনি। চলন্ত অবস্থায় গরুবাহী পিকআপ ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। তবে তিনি শারিরীকভাবে একটু অসুস্থ ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বছর দু’য়েক আগে দেশে আসার পর থেকে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় জড়িত ছিলেন তিনি। পরিবারে তার স্ত্রী, এক ছেলে চার কন্যা রয়েছে।