চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদায়ী ও নবাগত এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, পল্লী বিদ্যুতের ডিজিএম জুয়েল দাশ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এসিল্যান্ড মোহাম্মদ জামশেদুল আলম এরআগে কাউখালি উপজেলা থেকে বদলি হয়ে রাঙ্গুনিয়া আসেন এবং দীর্ঘ প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে অন্যত্র বদলি হয়েছেন। অন্যদিকে রাঙ্গুনিয়ার নবাগত এসিল্যান্ড মারজান হোসাইন এরআগে কাপ্তাই উপজেলায় কর্মরত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।