রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) এতিমখানা ও হেফজখানার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে শনিবার (১৭ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মো. সাইফুর রহমান জুয়েল, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন, মাদ্রাসার দাতা ইকবাল হোসেন নয়ন, সেলিম উদ্দিন তালুকদার, মো. নুরুচ্ছাফা, মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাহমুদুল হক সওদাগর প্রমুখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে মাদ্রাসার প্রস্তাবিত চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরশাদ মাহমুদ। এসময় ভবন নির্মাণ কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।