রাঙ্গুনিয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত নিউরন কম্পিউটার ট্রেনিং ইনিস্টিউট কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান করেছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে ধামাইরহাট তাদের অস্থায়ী কার্যালয়ে ২০২১ সালের দুই সেশনে উত্তীর্ণ ৫৬ জনকে সনদ তুলে দেওয়া হয়। সভায় নিউরন কম্পিউটার ট্রেনিং ইনিস্টিউটের পরিচালক বন্ধন কান্তি নাথ’র সভাপতিত্বে ও পরিচালক জিয়া উদ্দিন বাবলু’র সঞ্চালনায় অতিথি ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রফেসর ইকবাল হোসেন, আইটি সহকারী মো. ইদ্রিস চৌধুরী, শিক্ষক তৌহিদুল কবির, পরিচালক নাঈম উদ্দিন, সংবাদকর্মী ইসমাঈল হোসেন, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
নিউরন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তিন এবং ছয় মাস মেয়াদী প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। বর্তমানে আরো ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।