চট্টগ্রাম 3:08 am, Saturday, 21 September 2024

লোকালয়ে ফাঁদ পেতে বিপন্ন প্রজাতীর মেছোবাঘ আটক

Pহাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার গুমাণমর্দ্দন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ফার্মের মালিক ওই ওয়ার্ডের হোসেন কাজীর বাড়ির আমির আহমদের পুত্র আবদুল হালিম জানান, তার মুরগী ফার্মে গত বেশ কিছুদিন ধরে মুরগী কমে যাচ্ছিলো। তিনি ধারনা করেছিলেন হয়তো বিড়াল বা শেয়াল গভীর রাতে ফার্মে ঢুকে মুরগী খেয়ে ফেলছে। কিন্তু কিছুদিন পূর্বে প্রতিদিনের মতো সকালে ফার্মে এসে মুরগী কমে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মৃত মুরগী এবং ফার্মের আশেপাশে ভিন্ন রকম পশম দেখতে পেলে তার সন্দেহ হয়।তাই ফার্মে তিনি বড় আকারের একটি খাঁচা তৈরী করে সেটাকে গতকাল শনিবার রাতে ফাঁদ হিসাবে বসিয়ে দিয়ে বাড়িতে চলে যান। পরে আজ সকালে ফাঁর্মে এসে দেখেন ওই খাঁচায় বড় আকারের একটি মেছো বাঘ আটকে আছে।

এদিকে মেছোবাঘ আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বাঘটিকে একনজর দেখতে হালিমের ফার্মে ভিড় জমায়। স্থানীয় ইউপি সদস্য শহিদ বিকাল ৩ টার দিকে ঘটনাস্থলে এসে খবর নিয়েছেন বলেও জানান তিনি।

গুমাণমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মুজিবুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বেলা আড়াইটার দিকে জানান, এ ধরনের কোনো খবর এখনো আমাকে কেউ জানায়নি। আমি এখনি খবর নিয়ে দেখছি।

জানতে চাইলে উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল বলেন, এইমাত্র খবর পেলাম। আমরা মেছোবাঘটি রেসকিউ করতে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পরে নিরাপদ স্থানে বাঘটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে জানান, মেছোবাঘটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বনবিভাগকে বলে দিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান

লোকালয়ে ফাঁদ পেতে বিপন্ন প্রজাতীর মেছোবাঘ আটক

Update Time : 06:41:08 pm, Sunday, 25 February 2024

Pহাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার গুমাণমর্দ্দন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ফার্মের মালিক ওই ওয়ার্ডের হোসেন কাজীর বাড়ির আমির আহমদের পুত্র আবদুল হালিম জানান, তার মুরগী ফার্মে গত বেশ কিছুদিন ধরে মুরগী কমে যাচ্ছিলো। তিনি ধারনা করেছিলেন হয়তো বিড়াল বা শেয়াল গভীর রাতে ফার্মে ঢুকে মুরগী খেয়ে ফেলছে। কিন্তু কিছুদিন পূর্বে প্রতিদিনের মতো সকালে ফার্মে এসে মুরগী কমে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মৃত মুরগী এবং ফার্মের আশেপাশে ভিন্ন রকম পশম দেখতে পেলে তার সন্দেহ হয়।তাই ফার্মে তিনি বড় আকারের একটি খাঁচা তৈরী করে সেটাকে গতকাল শনিবার রাতে ফাঁদ হিসাবে বসিয়ে দিয়ে বাড়িতে চলে যান। পরে আজ সকালে ফাঁর্মে এসে দেখেন ওই খাঁচায় বড় আকারের একটি মেছো বাঘ আটকে আছে।

এদিকে মেছোবাঘ আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বাঘটিকে একনজর দেখতে হালিমের ফার্মে ভিড় জমায়। স্থানীয় ইউপি সদস্য শহিদ বিকাল ৩ টার দিকে ঘটনাস্থলে এসে খবর নিয়েছেন বলেও জানান তিনি।

গুমাণমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মুজিবুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বেলা আড়াইটার দিকে জানান, এ ধরনের কোনো খবর এখনো আমাকে কেউ জানায়নি। আমি এখনি খবর নিয়ে দেখছি।

জানতে চাইলে উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল বলেন, এইমাত্র খবর পেলাম। আমরা মেছোবাঘটি রেসকিউ করতে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পরে নিরাপদ স্থানে বাঘটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে জানান, মেছোবাঘটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বনবিভাগকে বলে দিয়েছি।