সন্দ্বীপে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ১৫ মে দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অসাধু ভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি করার অপরাধে উপজেলা কমপ্লেক্স সেনের এনাম নাহার মোড় ও চৌমুহনী বাজারের যথাক্রমে জাপর ব্রদাস, ছকিনা এন্টার প্রাইজ, আল্লার দান ৪ টি মার্কেটের সহ ১২ ব্যাবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেনসন্দ্বীপ থানা পুলিশ এর একটি চৌকস দল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা ব্যবসায়ীদের নিয়ম মেনে এবং নিজেদের দোকানের সীমানা পর্যন্ত মালামাল রাখার আহবান জানান এবং সরকারি রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।