আগামী ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ওমর ফারুকের সন্দ্বীপ পৌরসভা বাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান ২ জুলাই সকাল ১০ টায় সন্দ্বীপ পৌরসভা অফিসে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ টিপনের সঞ্চালন্য় এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক, এ সময় তিনি তার বক্তব্য বলেন আমি চট্টগ্রাম ইসলামীয়া কলেজ থেকে নব্বই দশকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মি হিসাবে এখন থানা পর্যায়ে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছি ১৯ জুলাই আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আপনাদের অধিকার আদায়ের জন্য ও জনগণের কথা বলার জন্য আমি উপজেলা পরিষদের সর্বচ্ছ চেষ্টা করব। এ সময় আর বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল মাওলা, ১ নং ওয়ার্ড কাউন্সিল আলাউদ্দিন বাবলু, ২ নং ওয়ার্ড কাউন্সিল ইউছুপ চৌদুরী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বত বাঙালি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর দিলদুল আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, মহিলা কাউন্সিলর রেহানা বেগম, পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।