তরুণ লেখক ও আরজে বখতিয়ার হোসেনের সম্পাদনায় খুঁটিনাটি স্বেচ্ছাসেবার পাঠ উন্মোচন অনুষ্ঠান ২৭ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ৭ টায় এনাম নাহার হাই স্কুলের মোড়ের গাইড লাইন কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইয়ের লেখক বখতিয়ার হোসেন।
সাগর কণ্যা সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগর কণ্যা সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি প্রবন্ধিক মোস্তফা হায়দার।
রেডিও দ্বীপের আরজে, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সদস্য, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি আবদুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক, সাগর সংগ্রামী নাট্য দলের অধিকর্তা মাস্টার আবুল কাশেম শিল্পী, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক অমিত রায়, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খোদাবক্স সাইফুল, সন্দ্বীপ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসির আরাফাত, সন্দ্বীপ ব্লাড ডোনারের সাধারণ সম্পাদক টিপু সুলতান, ইয়ুথ ব্লাড ফাইটার্সের সাবেক সভাপতি আরমান জাবেদ, স্বপ্ন ছোয়া সংগঠনের সভাপতি মোঃ নিশান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার, রেডিও দ্বীপের আরজে মহিতুল মাওলা নলিন, সমাজকর্মী মোঃ রুস্তম, এমকে মিশন, হাসান আল নাহিয়ান, ইয়ুথ ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক নজরুল নাইম, সমাজকর্মী শরিফুল হাসান, জাহাঙ্গীর আলম তরুণ লেখক তানভীর ইসলাম, মাহমুদুল ইসলাম, এনজিও কর্মি আবুল কাশেম, গায়ক জুয়েল, প্রমুখ।