সন্দ্বীপ লইয়ার্স এসোসিয়েশন চট্টগ্রামের কমিটি গঠনকল্পে এক উন্মুক্ত মতবিনিময় সভা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট এ এম আনোয়ারুল করিব। সভা সঞ্চালনা করেন এডভোকেট মুহাম্মদ আবুল কাশেম।
সভায় উপস্থিত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে এডভোকেট এ এম আনোয়ারুল কবিরকে সভাপতি এবং এডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহকে সাধারণ করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
উক্ত কমিটি নিম্নরুপ-
উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ জামশেদুর রহমান মান্নান, এডভোকেট মুহাম্মদ এনামুল ইসলাম ও এডভোকেট মুহাম্মদ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পরেশ চন্দ্র দাশ, সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ সেকান্দর বাদশা, যুগ্ম সম্পাদক এডভোকেট মুহাম্মদ হানিফ, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ মোসাদ্দেকুল মওলা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম মিলাদুল আমিন, প্রচার সম্পাদক এডভোকেট মুহাম্মদ নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট টি আর খান, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মুহাম্মদ খাদেমুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ মোশাররফ হোসেন, এডভোকেট মুহাম্মদ মেহেদী হাসান রাশেদ, এডভোকেট মঈনুল হোসাইন ভূইয়া, এডভোকেট মুহাম্মদ মহিদুল মাওলা মুকুট ও এডভোকেট মুহাম্মদ খোন্দকার আরিফুল আলম।
কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এডভোকেট এ এম আনোয়ারুল কবির, এডভোকেট পরেশ চন্দ্র দাশ, এডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ, এডভোকেট জামশেদুর রহমান মান্নান, এডভোকেট মুহাম্মদ এনামুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ সেকান্দর বাদশা, এডভোকেট মুহাম্মদ নাজিম উদ্দিন, এডভোকেট মুহাম্মদ আবুল কাশেম, এডভোকেট মুহাম্মদ খাদেমুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ হানিফ, এডভোকেট মুহাম্মদ মোসাদ্দেকুল মাওলা, এডভোকেট মুহাম্মদ মহিদুল মওলা মুকুট, এডভোকেট মুহাম্মদ মোশাররফ হোসেন, এডভোকেট মুহাম্মদ জাহিদুর রহমান, এডভোকেট এম মিলাদুল আমিন, এডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট জহির উদ্দিন বাবর, এডভোকেট প্রশান্ত কুমার দাশ, এডভোকেট কামরুল হাসান নাজিম, এডভোকেট আবু নাসের রায়হান, এডভোকেট মুহাম্মদ মোস্তফা, এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খান সাঈদ, এডভোকেট মুহাম্মদ শহীদুল ইসলাম বাপ্পি, এডভোকেট মুহাম্মদ মজিবুর রহমান তালুকদার, এডভোকেট মুহাম্মদ রিদুওয়ানুল বারী, এডভোকেট কমল দাশ, এডভোকেট মুহাম্মদ শহিদুল হোসাইন, এডভোকেট অধ্যাপক সায়মা সুলতানা রিতা, এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, ব্যারিস্টার সোহরাওয়ার্দী আরাফাত খান ও শিক্ষানবিশ এডভোকেট সাইফুর রহমান খান প্রমুখ।
সভায় নিজেদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ়করণে নানা প্রদক্ষেপ গ্রহণ এবং বিশেষতঃ সন্দ্বীপ সংশ্লিষ্ট বিষয়ে সন্দ্বীপবাসীদের আইনগত সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।