সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে “গ্রাম পুলিশদের ভূমিকা” শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ২০২৪) বেলা ১২ টায় সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোর্শেদ চৌধুরী এবং ইউনিয়ন পরিষদের সচিব জনাব শোভন কান্তি ভৌমিক।
ওরিয়েন্টেশনে গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে গ্রাম পুলিশের দায়িত্ব, গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীল হয়ে তাদের সুবিচার বৃদ্ধি করা, গ্রাম আদালতের মামলার ফিস, ছোটখাট বিরোধে জনসাধারণকে গ্রাম আদালতের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার বিষয় ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বিষয়ক সেশন পরিচালনা করে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় ) প্রকল্প এর আওতায় আইন ও বিধিমালা অনুযায়ী গ্রামীণ ছোট খাট দেওয়ানী ও ফৌজদারী বিরোধ বিবাদ স্থানীয় ভাবে নিস্পত্তির অন্যতম বিচারিক কাঠামো গ্রাম আদালত। গ্রাম আদালতের সেবা প্রার্থীদের বিশেষত নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীল হয়ে তাদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা রয়েছে। এছাড়াও সমন বিতরণ এজলাস কক্ষের নিরাপত্তা, বিচারক ও বিচার প্রার্থীদের নিরাপত্তা বিধানে সহায়ক ভূমিকা পালন করেন গ্রাম পুলিশগণ।
গ্রাম আদালত আইন, বিধিমালা এবং এ আদালতের সেবা সম্পকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রামীন সাধারণ জনগণ সচেতন নয়। ফলে এলাকার জনগণ সেবা পেতে যেমন পারছেন না তেমনি ইউনিয়ন পরিষদ ও যথাযথ ভূমিকা নিশ্চিত করতে পারছেন না। এ বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কাজকরার দায়িত্ব রয়েছে গ্রাম পুলিশদের।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদলত সক্রিয় করণ (তৃতীয় পর্যায় ) প্রকল্প বাস্তবায়ন সহযোগি সংস্থা হিসেবে কাজ করছে ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন)।
কুমিরা ইউনিয়ন পরিষদের আয়োজনে আয়োজিতে এ ওরিয়েন্টেশনে পরিষদের সংশ্লিষ্ট গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।