সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে প্রবাসী মানবিক ভাইদের আর্থিক সহযোগিতায়, সুবিধা বঞ্চিত ৭৫ পরিবারের মাধ্যে রমজানের ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে৷ আজ ২২মার্চ (বুধবার) সকাল হতে সীতাকুণ্ড উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷
এর আগে ইফতারের কালেকশন ও প্যাকিং এ সহযোগিতা করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক, অর্থ সম্পাদক নুর উদ্দিন, সমাজসেবা সম্পাদক রাজু আহমদ, কার্যনির্বাহী সদস্য সাকিবুল হোসেন রিফাত, কার্যনির্বাহী সদস্য পাভেল শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য আল আমিন।
ইফতার সামগ্রী বিতরণ শেষে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বলেন, প্রবাসী বাংলাদেশি ভাইদের কষ্টার্জিত অর্থে কেনা ইফতার সামগ্রী বিতরণে আমাদের ৭৫ পরিবার যথেষ্ট নয়৷ যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন এবং সহযোগিতার হাতকে প্রসারিত করেন তাহলে আমরা চাহিদা অনুযায়ী দিতে সক্ষম হতাম৷ আশাকরি তারা এগিয়ে আসবেন৷ পরিশেষে যে সকল মানবিক ভাই, ইফতার সামগ্রী কালেকশনে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি৷