মানবিক কাজে সর্বদায় কাজ করে আসছে,যেখানেই মুমুর্ষ রোগী রক্তের প্রয়োজনে মৃর্ত্যুর মুখোমুখি তখনই ঝাঁপিয়ে পড়ে এই সংগঠন,আর তারাই বুঝে একজন মানবিক কর্মীর মূল্যায়ন,তেমনি একজন হাসি বুল হাসান রাফি,যেখানেই অসহায় রোগী চিকিৎসার অভাবে ছটফট করছে,একজন মূমুর্ষ রোগী রক্তের অভাবে মৃর্ত্যুর পথযাত্রী,একজন পাগল ক্ষতনিয়ে রাস্তায় পড়ে আছে,অনাহারে দিন কাটছে রাফি চৌধুরী তার সংগঠন গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন এর সহপাটি পাগলের বন্ধুদের কে নিয়ে নেমে পড়ে প্রয়োজনীয় কাজে,রোগীর চিকিৎসা, রক্তদান, খাদ্য সরবরাহ,বেওয়ারিশ কে স্বজন সন্ধান, সবই করে থাকেন।
করোনাকালীন সময়ে রাস্তার পাগল ও ছিন্নমূল মানুষদের কে খাবার বিতরন করে রাফি চৌধুরী সহ গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের সভাপতি আবু তাহের ও শিপন সকলের কাছে প্রশংসা অর্জন করেছে।
সোনার বাংলা গড়বো মানবতার ব্লাড ফাউন্ডেশন’র মোঃ কাইছার উদ্দীন বলেন, মানবিক কাজে তেমন কাউকে খুব একটা পাওয়া যায়না,যারা নিজেদের ব্যাক্তিগত কাজের ফাকে মানবিক কাজে নিজেকে আত্মনিয়োগ করে তাদের কে সম্মান দেখানো সমাজের কর্তব্য, তাই রাফি চৌধুরীকে আমরা সম্মাননা করলাম। তাতে অন্যরাও মানবিক কাজে এগিয়ে আসবে।আসুন আমরা সকলেই মানবিক কাজে নিজেকে আত্মপ্রকাশ করি,অসহায় মানুষের পাশে দাঁড়াই।