সন্দ্বীপের মানবিক শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের উদ্যেগে পবিত্র রমজান উপলক্ষে সমাজের অসহায় ১৭০ জন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২১ মার্চ ২০২৩ বিকেল ৩ টায় মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাজী মোক্তাদের মাওলা সাহেবের বাড়িতে এ উপহার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ফাউন্ডেশনের পরিচালক সাহাবউদ্দীন শওকত।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ফজলুল করিম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস ।