হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের উপ নির্বাচনে খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৮ এপ্রিল) সকাল দুইটার দিকে ওই ইউপির ১৬নং খন্দকিয়ার ইউনুচ নগর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এখানকার ভোটকেন্দ্র দখল নিতে নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনী গন্ধা) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, বেলা দুইটার দিকে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ যাওয়ার পর তারা সটকে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
জানা গেছে , এই উপনির্বাচনে ৩৯ হাজার ৮শত ৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোট কেন্দ্রে ১০জন প্রিজাইডিং কর্মকর্তা, ২০জন সহ:প্রিজাইডিং কর্মকর্তা ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করছেন। এছাড়া সুষ্ঠু ও শান্তি পুর্ণ নির্বাচন গ্রহনের জন্য ১প্লাটন বিজিবি, র্র্যাব, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি মোবইল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বহিস্কৃত দুই প্রার্থীসহ মোট দশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।