চট্টগ্রাম 1:35 am, Monday, 9 September 2024

হাটহাজারীতে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের স্বতন্ত্র প্রার্থী মো.শাহজাহান চৌধুরী (কেটলি প্রতীক) গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বাতিল করে একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আবেদন করেছেন।

সোমবার (০৮ জানুয়ারী)বিকালের দিকে গণমাধ্যমকে ওই স্বতন্ত্র প্রার্থী অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ নির্বাচন কমিশন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার,নির্বাচনী অনুসন্ধান কমিটি যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবরে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ কোরানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (ফরহাদাবাদ ৫ নং ওয়ার্ড), ইউছুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফরহাদাবাদ ৭ নং ওয়ার্ড),ফরহাদাবাদ বংশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফরহাদাবাদ ৯ নং ওয়ার্ড), মির্জাপুর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পাহাড়তলী ও মির্জাপুর ২ নং ওয়ার্ড), উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছাদেকনগর (১ ও ২নং ওয়ার্ড), সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয় (দেওয়ান নগর ১নং ওয়ার্ড পুরুষ), উত্তর মার্দাশা উচ্চ বিদ্যালয় (উত্তর মার্দাশা ১নং ওয়ার্ড), উত্তর মার্দাশা আনোয়ারিয়া সরকারি বিদ্যালয় (উত্তর মার্দাশা ২ ও ৩নং ওয়ার্ড), জোবরা পিপি স্কুল এন্ড কলেজ পশ্চিম পট্টি (১ ও ৩নং ওয়ার্ড), ফহেপুর বুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম পট্টি (৪নং ওয়ার্ড), চিকনদন্ডী কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় খন্দকিয়া ৫ নং ও চিকনদন্ডি ৫নং ওয়ার্ড),খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, (খন্দকিয়া ৬নং ওয়ার্ড),আকবরিয়া স্কুল এন্ড কলেজ, (মধ্য মাদার্শা ৬নং ওয়ার্ড), কুয়াইশ বুড়িশ্চর সম্মেলনী উচ্চ বিদ্যালয়, (কুয়াইশ ৭ ও ৮নং ওয়ার্ড), আল-ইহসান ইন্ট্যারন্যশনাল একাডেমী,চৌধুরীনগর চন্দ্রনগর, পূর্ব নাছিরাবাদ, পূর্ব নাছিরাবাদ (২য় অংশ), ব্রাইটসান কিন্ডার গার্টেন হাইস্কুল, চৌধুরী নগর বায়েজীদ বোস্তামী, পূর্ব নাছিরাবাদ (২য় অংশ), ডাঃ মজহারুল হক উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলোনী, একাডেমীক ভবনপূর্ব পাশে, কেন্দ্র-১, পূর্ব নাছিরাবাদ (১ম অংশ) শেরশাহ, ডাঃ মজহারুল হক উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলোনী, পশ্চিম পাশের ভবনের নিচতলা ও ৩য় তলা, কেন্দ্র-২,পূর্ব নাছিরাবাদ (১ম অংশ) শেরশাহ, উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছাদেক নগর ১ ও ২ নং ওয়ার্ড)সহ উল্লেখিত মোট ১৯ টি কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীক এর এজেন্ট এবং সন্ত্রাসী বাহিনী যোগসাজস করে স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার এজেন্টদেরকে সকাল থেকে জোর পূর্বক বের করে দিয়ে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে এবং কোনো ভোটারকে কেন্দ্রেগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়াও কেন্দ্রের দখল নিয়ে লাঙ্গল সমর্থকেরা কেন্দ্রের ভেতরে প্রচুর পরিমাণে লাঙ্গল প্রতীকে জাল ভোট দিয়েছে, আমাদের কর্মীদেরকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে, এবং একজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও সে বিষয়ে কোন সুরাহা হয়নি।অনেকগুলো ফলাফল বিবরণ লিখে স্বাক্ষর ও করতে পারেন নাই স্বতন্ত্র ওই প্রার্থী। যার কারনে স্বতন্ত্র প্রার্থী মো.শাহাজাহান চৌধুরী ওইদিন রাতেই বাংলাদেশ নির্বাচন কমিশন (পক্ষে সচিব) আগারগাঁও, ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার সংসদীয় এলাকা-২৮২, চট্টগ্রাম-৫,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটহাজারী,নির্বাচনী অনুসন্ধান কমিটি যুগ্ম জেলা ও দায়রা জজ, নির্বাচনী এলাকা ২৮২, চট্টগ্রাম ০৫ বরাবরে অভিযোগ দিয়ে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে পুনঃনির্বাচন দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হাটহাজারীতে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর!

Update Time : 09:19:47 pm, Monday, 8 January 2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের স্বতন্ত্র প্রার্থী মো.শাহজাহান চৌধুরী (কেটলি প্রতীক) গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বাতিল করে একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আবেদন করেছেন।

সোমবার (০৮ জানুয়ারী)বিকালের দিকে গণমাধ্যমকে ওই স্বতন্ত্র প্রার্থী অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ নির্বাচন কমিশন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার,নির্বাচনী অনুসন্ধান কমিটি যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবরে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ কোরানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (ফরহাদাবাদ ৫ নং ওয়ার্ড), ইউছুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফরহাদাবাদ ৭ নং ওয়ার্ড),ফরহাদাবাদ বংশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ফরহাদাবাদ ৯ নং ওয়ার্ড), মির্জাপুর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পাহাড়তলী ও মির্জাপুর ২ নং ওয়ার্ড), উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছাদেকনগর (১ ও ২নং ওয়ার্ড), সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয় (দেওয়ান নগর ১নং ওয়ার্ড পুরুষ), উত্তর মার্দাশা উচ্চ বিদ্যালয় (উত্তর মার্দাশা ১নং ওয়ার্ড), উত্তর মার্দাশা আনোয়ারিয়া সরকারি বিদ্যালয় (উত্তর মার্দাশা ২ ও ৩নং ওয়ার্ড), জোবরা পিপি স্কুল এন্ড কলেজ পশ্চিম পট্টি (১ ও ৩নং ওয়ার্ড), ফহেপুর বুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম পট্টি (৪নং ওয়ার্ড), চিকনদন্ডী কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় খন্দকিয়া ৫ নং ও চিকনদন্ডি ৫নং ওয়ার্ড),খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, (খন্দকিয়া ৬নং ওয়ার্ড),আকবরিয়া স্কুল এন্ড কলেজ, (মধ্য মাদার্শা ৬নং ওয়ার্ড), কুয়াইশ বুড়িশ্চর সম্মেলনী উচ্চ বিদ্যালয়, (কুয়াইশ ৭ ও ৮নং ওয়ার্ড), আল-ইহসান ইন্ট্যারন্যশনাল একাডেমী,চৌধুরীনগর চন্দ্রনগর, পূর্ব নাছিরাবাদ, পূর্ব নাছিরাবাদ (২য় অংশ), ব্রাইটসান কিন্ডার গার্টেন হাইস্কুল, চৌধুরী নগর বায়েজীদ বোস্তামী, পূর্ব নাছিরাবাদ (২য় অংশ), ডাঃ মজহারুল হক উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলোনী, একাডেমীক ভবনপূর্ব পাশে, কেন্দ্র-১, পূর্ব নাছিরাবাদ (১ম অংশ) শেরশাহ, ডাঃ মজহারুল হক উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলোনী, পশ্চিম পাশের ভবনের নিচতলা ও ৩য় তলা, কেন্দ্র-২,পূর্ব নাছিরাবাদ (১ম অংশ) শেরশাহ, উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছাদেক নগর ১ ও ২ নং ওয়ার্ড)সহ উল্লেখিত মোট ১৯ টি কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীক এর এজেন্ট এবং সন্ত্রাসী বাহিনী যোগসাজস করে স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার এজেন্টদেরকে সকাল থেকে জোর পূর্বক বের করে দিয়ে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে এবং কোনো ভোটারকে কেন্দ্রেগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়াও কেন্দ্রের দখল নিয়ে লাঙ্গল সমর্থকেরা কেন্দ্রের ভেতরে প্রচুর পরিমাণে লাঙ্গল প্রতীকে জাল ভোট দিয়েছে, আমাদের কর্মীদেরকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে, এবং একজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও সে বিষয়ে কোন সুরাহা হয়নি।অনেকগুলো ফলাফল বিবরণ লিখে স্বাক্ষর ও করতে পারেন নাই স্বতন্ত্র ওই প্রার্থী। যার কারনে স্বতন্ত্র প্রার্থী মো.শাহাজাহান চৌধুরী ওইদিন রাতেই বাংলাদেশ নির্বাচন কমিশন (পক্ষে সচিব) আগারগাঁও, ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার সংসদীয় এলাকা-২৮২, চট্টগ্রাম-৫,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটহাজারী,নির্বাচনী অনুসন্ধান কমিটি যুগ্ম জেলা ও দায়রা জজ, নির্বাচনী এলাকা ২৮২, চট্টগ্রাম ০৫ বরাবরে অভিযোগ দিয়ে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে পুনঃনির্বাচন দাবি করেন।