হাটহাজারীতে গভীর রাতে দুই ট্রাকের ট্রাকের সংঘর্ষের শফিকুল ইসলাম (২৯) নামের এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছে।
বুধবার দিবাগত রাত প্রায় ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়ি পুকুরপাড় সংলগ্ন আর্মির বাড়ীর সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরহাটমুখী ঢাকা মেট্টো -ন- ২১৩৫০৪ ট্রাকটি উল্লেখিত স্থান অতিক্রম করার সময় রাস্তার পশ্চিম পাশ থেকে অপর একটি ট্রাক সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাজিরহাটমুখী ট্রাকটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দিলে নাজিরহাটমুখী ট্রাকটি রাস্তার পূর্ব পাশে চলে যায় এবং (ঢাকা মেট্টো -ন- ২১৩৫০৪) ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক আটকা পড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা টেক্সটাইল ইন্জিনিয়ার নাহিদ জানান, রাত প্রায় ১ টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে রুম থেকে বের হলে হৈচৈ শুনতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাকের মধ্যে সংঘর্ষ ।
ঘটনাস্থল পরিদর্শন করা নাজিরহাট হাইওয়ে থানার অফিসার আনিস বৃহস্পতিবার সকালের দিকে এ প্রতিবেদক কে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুরুতর আহত ট্রাক চালকের বাড়ি উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে বলে জেনেছি। তবে বিস্তারিত ঠিকানা এখনো পাইনি।
উদ্ধারকারী হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান এ প্রতিবেদক কে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের অংশ ভেঙ্গে কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা বৃহস্পতিবার সকালে জানান, গুরুতর আহতকে হাসপাতালে আনার পরেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।