হাটহাজারীতে পিকাপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মো.রাশেদ (১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১২ জানুয়ারী)রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের কালীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের কালীবাড়ি এলাকায় হাটহাজারীগামী মোটরসাইকেলের সাথে নাজিরহাটগামী পিকাপের মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো.রাশেদ মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা আহত রাশেদ কে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদ উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার আবদুল করিমের পুত্র।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উর্মি দত্ত সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনা গনমাধ্যমকে নিশ্চিত করেন।