হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি) এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
জানা যায়, সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মত দাতারাম চৌধুরী সড়ক, ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বড় দিঘির পাড় মদুনাঘাট সড়কের উন্নয়ন কাজ, ৫১ লাখ টাকা ব্যয়ে বড়মিরা পাড়া সড়কের, ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ফতেয়াবাদ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ টি নতূন ভবন, ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ফতেয়াবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভবন, ৩৪ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব ছড়ারকুল ফয়েজুল রহমান সড়ক ও হযরত দায়মুদ্দিন শাহ সড়ক এবং বশির উল্লাহ (রঃ) সড়ক উন্নয়ন এবং ৭২ লাখ টাকা ব্যয়ে নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান, মডের থানার ওসি মনিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী ও আলহাজ্ব মনজুরুল আলম,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গাজী শফিউল আজিম
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম, চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, প্যানেল চেয়ারম্যান তোফায়েল আহম্মদ, আজম মেম্বার, যুবলীগ নেতা জাবেদ, মোহাম্মদ হাসান এবং স্ব-স্ব প্রতিষ্ঠান সংশ্লিষ্টগণ ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।