হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো.সোলাইমান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, চট্টগ্রামের বায়েজিদ থানার কুলগাঁও এলাকার মোহাম্মদ খায়রুল বশরের ছেলে সোলাইমান মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে উপজেলার আমানবাজার এলাকার মিউচুয়াল ব্যাংক এর সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সোলাইমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাত ভাই পারভেজ জানান, দূর্ঘটনায় নিহত সোলাইমানের লাশ চমেক হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।