ঐতিহ্যবাহী হাটহাজারী প্রেস ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূনরায় আগামী দূই বছরের জন্য নতুনভাবে পূনর্গঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর হাটহাজারী পৌরসভার উপজেলা পরিষদ মার্কেটস্থ দ্বিতীয় তলায় হাটহাজারী প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি পূনর্গঠিত হয়।
ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে সভাপতি কেশব কুমার বড়ুয়া (আজাদী/দেশ রুপান্তর), সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ দিদারুল আলম দুলাল ( সম্পাদক – উত্তর চট্টলা), সহ-সভাপতি মোঃ হোসেন ( আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী (আজকের পত্রিকা), সহসম্পাদক খোরশেদ আলম শিমূল ( পূর্বকোণ/মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব (পূর্বদেশ/যুগান্তর), অর্থ সম্পাদক আজিজুল ইসলাম স্বপন ( আমাদের সময়), দফতর সম্পাদক মোঃ আলাউদ্দিন (আমাদের অর্থনীতি/একুশে পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ( সুপ্রভাত বাংলাদেশ), এবং নির্বাহী সদস্যদ্বয় যথাক্রমে শিমুল মহাজন ( উত্তর চট্টলা) ও আসলাম পারভেজ (বীর চট্টগ্রাম মঞ্চ/ইনকিলাব)।
সভায় সর্বসম্মতিক্রমে আরও তিনজন সংবাদকর্মীকে প্রাথমিক সদস্য পদ দেয়া হয়। এছাড়া আরও বেশ কিছু উন্নয়নমূলক সিদ্ধান্ত নেয়া হয়।