স্হানীয় সরকার বিভাগের এলজিএসপি (০৩) এর আওতায় হারামিয়া ইউনিয়নের ৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ক্রিড়া সামগ্রী প্রদান অনুষ্ঠান ২ মার্চ সকাল ১১ টায় হারামিয়া ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মহিউদ্দিন শাহজাহান ও গোলাম মোস্তফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন।
উপস্থিত ছিলেন হারামিয়া ইউপি সচিব কাজী মেহরাজুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম উল্লাহ , হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলাদ হোসেন, আজম খান তুহিন, লিনা বেগম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, হারামিয়া ইউপি সদস্য আকতার হোসেন সোহেল, তোহিদুর রহমান রুবেল, আবুল কাশেম, মোঃ রফিক, জান্নাতুল নাইমা, পারুল বেগম, হারামিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইরান আলী, যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা ও ক্রিড়া সামগ্রী হিসাবে প্রত্যাক ছাত্র ছাত্রীকে ব্যাগ, খাত, কলম, ক্রিকেট ব্যাট সহ নানান সামগ্রী প্রদান করা হয়।