মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন(MFJF) এর পক্ষ থেকে ৩য় বারের মত শুরু হয়ে গেলো পরিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস সেবা -( Road to light S.S.C) সীতাকুন্ডের পরিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দের যথা সময়ে হলে পৌছানোর কথা মাথায় রেখে MFJF এর এই উদ্যোগ।
২০২২ সালে শুরু হওয়া এই সেবাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে সীতাকুন্ডের শিক্ষার্থীদের মাঝে, কেননা তাদের এখন আর রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। MFJF এর সেবাটি পরিক্ষার্থীদের জন্য এতটাই উপকারি যে, তাদের রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য মানসিক চিন্তায় ভুগতে হয় না এবং ফ্রেশ মাইন্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারে।
গতবারের ন্যায় এবারো সিটি গেইট থেকে মিরসরাই পর্যন্ত বিভিন্ন রুটে এই সেবা প্রদান করছে MFJF.
অদুর ভবিষ্যতে এই সেবাটি সারা বাংলাদেশ এ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে MFJF এর।