চট্টগ্রাম 7:15 pm, Wednesday, 4 December 2024

মিরসরাইয়ে ৪৮তম জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে মিরসরাইয়ে যথাযত মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস’২৩ । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বারইয়ারহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসন : পুষ্পস্তবক অর্পন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন প্রমুখ।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ বক্তব্য রাখেন।

বারইয়ারহাট পৌরসভা : বারইয়ারহাট পৌরসভা কার্যালয় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ: উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদ: উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি গ্রহণ করে। এতে ছিলো মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনাসভা। পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হয়।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ: উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে ছিলো নানা কর্মসূচি। স্থানীয় জোরারগঞ্জ বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা যুবলীগ : উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়া সহ যুবলীগ নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মিরসরাইয়ে ৪৮তম জাতীয় শোক দিবস পালিত

Update Time : 07:33:34 pm, Tuesday, 15 August 2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে মিরসরাইয়ে যথাযত মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস’২৩ । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বারইয়ারহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসন : পুষ্পস্তবক অর্পন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন প্রমুখ।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ বক্তব্য রাখেন।

বারইয়ারহাট পৌরসভা : বারইয়ারহাট পৌরসভা কার্যালয় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ: উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদ: উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি গ্রহণ করে। এতে ছিলো মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনাসভা। পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হয়।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ: উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে ছিলো নানা কর্মসূচি। স্থানীয় জোরারগঞ্জ বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা যুবলীগ : উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়া সহ যুবলীগ নেতৃবৃন্দ।