জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার করা হয়। ২২ আগষ্ট (সোমবার) সকাল ১১ টায় পিকেএসএফ পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় খন্দকার এন্টারপ্রাইজের সহযোগীতায়
অপকার তত্বাবধানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময়, অনুষ্ঠানে উপজেলা ভূমি কর্মকর্তা এস,এম, এন জামিউল হিকমাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন এর চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সহ অপকার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিরা।
সেবা নিতে আসা রাবেয়া খাতুন বলেন, এত সুন্দর ও ভালো একটি উদ্যগের জন্য আমরা বিনামূল্যে পরীক্ষা করতে পারছি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ সুন্দর এ আয়োজনের জন্য।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে অপকার এ সুন্দর আয়োজন যা প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিককে কেন্দ্র করে অপকার এ আয়োজনে অনেক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করতে পারছে, এতে অনেক মানুষ উপকৃত হচ্ছ।