চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনসহ মোট নয় জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নৌকা নিয়ে দুবার এমপি হওয়া আলহাজ্ব দিদারুল আলমও দলীয় মনোনয়ন না পেয়ে নৌকার নিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উৎসব মুখর পরিবেশে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা।
এস এম আল মামুনের সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। সকল ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওনার পরিবারবর্গ।
মনোনয়ন জমার শেষদিন মনোনয়ন ফরম জমা করেছেন সদ্য পদত্যাগ নেওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এস এম আল মামুন, জাতীয় পার্টির মনোনীত দিদারুল কবির, বিএনএমের মোহাম্মদ আকতার হোসেন, তৃনমূল বিএনপির খোকন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামিক ফ্রণ্ট মোজাম্মেল হোসেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি আলহাজ্ব দিদারুল আলম, মোহাম্মদ ইমরান, মো. সালা উদ্দীন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ইসলামিক ঐক্যফ্রন্ট বাংলাদেশের প্রার্থী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা করেন। এছাড়া বাকি সাত জন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।