চট্টগ্রাম 2:12 pm, Friday, 8 August 2025

ফরহাদাবাদে দরসুল হাদিস মাহফিল সম্পন্ন

হাটহাজারীতে ঐতিহ্যবাহী আমিন নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দঃ), ফাতেহা ইয়াজদাহুম ও পরিবারের মরহুম মরহুমাদের ইছালে সওয়াব উপলক্ষে দরসুল হাদিস মাহফিল সম্পন্ন হয়েছে।

উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ইউসুফ চৌধুরী বাড়ি প্রাঙ্গণে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদে আছর হতে খতমে কুরআন, গাউছিয়া শরীফ, ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ মাহফিল সম্পন্ন হয়।

ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বাদে এশা অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন পাক দরবারে মূসাবীয়ার সাজ্জাদানশীল হযরতুলহাজ্ব তৈয়ুব উল্লাহ সিদ্দিকী, (মাঃজিঃআঃ)।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মদাররিস হাফেজ মাও:সৈয়দ মুহা: আবদুল লতিফ চাটগামী এবং এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন, ফরহাদাবাদ নূর আলী মিয়া জামে মসজিদের খতিব মাও: মুহা: মঈনউদ্দীন আল-কাদেরী।

মাহফিলে অন্যান্যদের মধ্যে মাওলানা নুরুল আলম আরমান মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা আবদুল মতিন নূরী, মাওলানা আবুল হাশেম, মাওলানা মামুন আত্তারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক ডাঃ এম আমিন উল্লাহ বাহার চৌধুরী ও গোলে নার্গিস ও আমিন নার্গিস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো:রবিউল হোসাইন চৌধুরী সাকিব ও ডক্টর লাজিনা তাসনিম চৌধুরী সামিয়া সহ তাদের পরিবারের প্রয়াত সকল মুরুব্বি,দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা কর দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরতুলহাজ্ব তৈয়ুব উল্লাহ সিদ্দিকী, (মাঃজিঃআঃ)। সবশেষে তাবরুক বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গালিমপুর ইউপির গ্রাম পুলিশ আসলামের বিরুদ্ধে চুরি ও অনিয়মের অভিযোগ

ফরহাদাবাদে দরসুল হাদিস মাহফিল সম্পন্ন

Update Time : 02:03:13 pm, Saturday, 28 September 2024

হাটহাজারীতে ঐতিহ্যবাহী আমিন নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দঃ), ফাতেহা ইয়াজদাহুম ও পরিবারের মরহুম মরহুমাদের ইছালে সওয়াব উপলক্ষে দরসুল হাদিস মাহফিল সম্পন্ন হয়েছে।

উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ইউসুফ চৌধুরী বাড়ি প্রাঙ্গণে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদে আছর হতে খতমে কুরআন, গাউছিয়া শরীফ, ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ মাহফিল সম্পন্ন হয়।

ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বাদে এশা অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন পাক দরবারে মূসাবীয়ার সাজ্জাদানশীল হযরতুলহাজ্ব তৈয়ুব উল্লাহ সিদ্দিকী, (মাঃজিঃআঃ)।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মদাররিস হাফেজ মাও:সৈয়দ মুহা: আবদুল লতিফ চাটগামী এবং এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন, ফরহাদাবাদ নূর আলী মিয়া জামে মসজিদের খতিব মাও: মুহা: মঈনউদ্দীন আল-কাদেরী।

মাহফিলে অন্যান্যদের মধ্যে মাওলানা নুরুল আলম আরমান মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা আবদুল মতিন নূরী, মাওলানা আবুল হাশেম, মাওলানা মামুন আত্তারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক ডাঃ এম আমিন উল্লাহ বাহার চৌধুরী ও গোলে নার্গিস ও আমিন নার্গিস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো:রবিউল হোসাইন চৌধুরী সাকিব ও ডক্টর লাজিনা তাসনিম চৌধুরী সামিয়া সহ তাদের পরিবারের প্রয়াত সকল মুরুব্বি,দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা কর দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরতুলহাজ্ব তৈয়ুব উল্লাহ সিদ্দিকী, (মাঃজিঃআঃ)। সবশেষে তাবরুক বিতরণ করা হয়।