সম্প্রতি যাত্রা শুরু করেছে প্রিয় বিউটি পার্লার এন্ড ট্রেইনিং সেন্টার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার থানা রোডের শেখ কুতুব মার্কেটে এই বিউটি পার্লার এন্ড ট্রেইনিং সেন্টার চালু হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর প্রিয়া সিকদার জানান, উক্ত প্রতিষ্ঠানে মহিলাদের জন্য থাকছে বৌ সাজ, পার্টি সাজ, গায়ে হলুদের সাজ, এইচডি মেকআপ, হেয়ার রিবন্ডিং, হেয়ার পাম্প, হেয়ার কালার, হেয়ার কাটিং, ফেসিয়াল নানা সুযোগ-সুবিধা।
এছাড়া থাকবে বিশেষ মূল্য ছাড়। তিনি আরো বলেন, সৌন্দরর্য্য চর্চার জন্য যেসব উপকরণ ব্যবহার করা হবে তার সবই দেশের বাইরে থেকে আমদানিকৃত। প্রত্যেক ব্যবহার্য জিনিস থাকবে সম্পূর্ণ হাইজেনিক ব্যবস্থা। সকলকে আমন্ত্রন জানান তিনি।