ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে রহমতপুর সেতু নির্মাণ ও ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ডিকলার একাদশ কে ট্রাইবেকার ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর.এফ.সি একাদশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় ও উক্ত ক্লাবের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর হোসেন নুরু, শিবির আহমেদ শহিদ, আব্দুল বারেক, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন, মুছা মিয়া, আবুল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় মোট ১২ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে নগদ দশ হাজার ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ সাত হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিরা। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় হৃদয় এবং সর্বাধিক গোল করে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয় ওসমান।