সন্দ্বীপে বিষধর সাপের কামড়ে মোঃ বাবলু (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাবলু উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৈলকার গৌ বাড়ির মৃত সোলাইমান বাদশার বড় ছেলে ।রবিবার (৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় বাবলু তার বাড়ি থেকে দক্ষিণে( বর্ষায় এলে তারা প্রতিদিন মাছ ধরতে বের হতো) মাছ ধরতে যায়, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেয়ার পর সে বাড়ি পিরে আসে।
বাবলুর চাচাতো ভাই গাছুয়া একে একাডেমির সহ প্রধান শিক্ষক মাস্টার নাছির উদ্দীন উত্তর চট্টলা কে বলেন তাকে সাপে কামড় দেয়ার সময় আমি পন্ডিতের হাটে ছিলাম খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে প্রাথমে রিক্সায় উঠায়, রিক্সা ধীর গতিতে চলার কারণে এনাম নাহার থেকে আমরা একটি মোটরসাইকেল যোগে দ্রুত গাছুয়াতে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলে যায়, পথের মধ্যে বাবলুর দুইবার ভমি হয়, ভমির সাথে প্রচন্ড বেগে রক্ত যায়, ডাক্তার দেখার পর প্রথমে কিছু ঔষধ পত্র দেয়, ঔষধ আনতে আমরা হাসপাতালে নিচে গেলে এন্ট্রিভটেম দেয়ার আগে রাত ৯ টায় হাসপাতালে কতৃব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যু কালে মোঃ বাবলু স্ত্রী ও তিন মেয়ে রেখে যান। এ বিষয়ে জানতে চাইলে রাত ১১ টায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার ডাক্তার মানস বিশ্বাসের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।