চট্টগ্রাম 12:32 am, Saturday, 19 July 2025

সন্দ্বীপে ফেরিঘাটের সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি -সন্দ্বীপে ফেরিঘাটের সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে ১৮ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় সীতাকুণ্ডের কুমিরা ঘাটে উপস্থিত  পরিদর্শন করেন, সেখান থেকে সাড়ে নয়টায় তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের বোট যোগে গুপ্তছড়া ঘাটে পৌছালে বিআইডব্লিউটিএ ও সন্দ্বীপ উপজেলা প্রশাসন  শুভেচ্ছা জানান।

গুপ্তছড়া ঘাট পরিদর্শন শেষে  বেলা ১১ টা গাছুয়া ঘাটের উদ্দেশ্য যাত্রা করেন এবং ফেরিঘাট বিষয়ে সাম্ভবতা যাচাই শেষে  সাংবাদিকদের সাথে ব্রিফ করেন।

এসময়  বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন  ফেরির বিষয়ে  আমাদের অনেক অবসন আছে একটা হলো সীতাকুণ্ডের পাশে  কুমিরা সন্দ্বীপের পাশে ডোমখালী ও গুলিয়াখালী, এখানে আমরা ও আমাদের কমিটির লোক আগে গিয়েছিল ফেরির বিষয়ে সন্দ্বীপে অনেক কমিটি হয়েছে, এখানে আমাদের  রাস্তা সমস্যা রয়েছে, এখানে করলে আবার অনেক ভিতরে দেড় কিলোমিটার প্রজেক্ট নিয়ে করতে হবে, এটা নিজস্ব ক্ষমতায় করা যাবে না, আরেকটা বিষয়  আমাদের কাছে রয়েছে সেটা হলো মিরসরাই যেহেতু রাস্তা ঘাট ও ইকোনমিক জোন করা আছে এবং এখানে করা হচ্ছে ল্যান্ডডিং ষ্টেশন টা ঠিক রাখতে কানেকটিভিট থাকবে।

ইকোনমিক জোনে কিছু করা যায় কিনা সেটা আমাদের চিন্তা ভাবনা আছের। আগামী মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা রয়েছে তার আগে আমি নিজে সাম্ভবতা যাচাই করার জন্য এখানে আসছি। এসময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সন্দ্বীপ নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমতিয়াজ মাহম।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহি প্রকৌশলী রেজাউল রশিদ খন্দকার,প্রকল্প পরিচালক এ এস এ আশরাফুল জাম্মান, প্রধান প্রকৌশলী পুর, মহিদুল ইসলাম, ড্রেজিং প্রকৌশলী  রকিবুল ইসলাম তালুকদার,বিআইডব্লিউটিএর হাইড্রোগাফি বিভাগের সহকারি পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন, বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপপরিচালক নয়নশীল, সন্দ্বীপ থানার এস আই চয়ন দাশ গুপ্ত, সাংবাদিক ইলিয়াছ সুমন, ওমর ফয়সাল, আনোয়ার আবছার, মাহমুদর রহমান ও আবদুল হামিদ  উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়ার লালানগর বিএনপির মশাল মিছিল

সন্দ্বীপে ফেরিঘাটের সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

Update Time : 05:19:39 pm, Friday, 18 October 2024

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি -সন্দ্বীপে ফেরিঘাটের সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে ১৮ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় সীতাকুণ্ডের কুমিরা ঘাটে উপস্থিত  পরিদর্শন করেন, সেখান থেকে সাড়ে নয়টায় তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের বোট যোগে গুপ্তছড়া ঘাটে পৌছালে বিআইডব্লিউটিএ ও সন্দ্বীপ উপজেলা প্রশাসন  শুভেচ্ছা জানান।

গুপ্তছড়া ঘাট পরিদর্শন শেষে  বেলা ১১ টা গাছুয়া ঘাটের উদ্দেশ্য যাত্রা করেন এবং ফেরিঘাট বিষয়ে সাম্ভবতা যাচাই শেষে  সাংবাদিকদের সাথে ব্রিফ করেন।

এসময়  বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন  ফেরির বিষয়ে  আমাদের অনেক অবসন আছে একটা হলো সীতাকুণ্ডের পাশে  কুমিরা সন্দ্বীপের পাশে ডোমখালী ও গুলিয়াখালী, এখানে আমরা ও আমাদের কমিটির লোক আগে গিয়েছিল ফেরির বিষয়ে সন্দ্বীপে অনেক কমিটি হয়েছে, এখানে আমাদের  রাস্তা সমস্যা রয়েছে, এখানে করলে আবার অনেক ভিতরে দেড় কিলোমিটার প্রজেক্ট নিয়ে করতে হবে, এটা নিজস্ব ক্ষমতায় করা যাবে না, আরেকটা বিষয়  আমাদের কাছে রয়েছে সেটা হলো মিরসরাই যেহেতু রাস্তা ঘাট ও ইকোনমিক জোন করা আছে এবং এখানে করা হচ্ছে ল্যান্ডডিং ষ্টেশন টা ঠিক রাখতে কানেকটিভিট থাকবে।

ইকোনমিক জোনে কিছু করা যায় কিনা সেটা আমাদের চিন্তা ভাবনা আছের। আগামী মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা রয়েছে তার আগে আমি নিজে সাম্ভবতা যাচাই করার জন্য এখানে আসছি। এসময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সন্দ্বীপ নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমতিয়াজ মাহম।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহি প্রকৌশলী রেজাউল রশিদ খন্দকার,প্রকল্প পরিচালক এ এস এ আশরাফুল জাম্মান, প্রধান প্রকৌশলী পুর, মহিদুল ইসলাম, ড্রেজিং প্রকৌশলী  রকিবুল ইসলাম তালুকদার,বিআইডব্লিউটিএর হাইড্রোগাফি বিভাগের সহকারি পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন, বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপপরিচালক নয়নশীল, সন্দ্বীপ থানার এস আই চয়ন দাশ গুপ্ত, সাংবাদিক ইলিয়াছ সুমন, ওমর ফয়সাল, আনোয়ার আবছার, মাহমুদর রহমান ও আবদুল হামিদ  উপস্থিত ছিলেন।