বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন সন্দ্বীপ উপজেলা শাখার কমিটি গঠন কল্পে ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টা এনাম নাহার হাই স্কুলের মোড় সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সকলের আলাপ আলোচনা করে হারামিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক আবুল কাশেম রানা কে আহ্বায়ক, মুছাপুর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের, মগধরা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম মাসুম, বাউরিয়া ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আবদুল হান্নান কে যুগ্ম আহ্বায়ক, রহমতপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য আকবর হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অনন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম শিমুল গাছুয়া ৩, মহসিন হায়দার গাছুয়া ৬, মোঃ ইলিয়াছ মগধরা ২, জাহাঙ্গীর আলম মুছাপুর ৮, আজমখান তুহিন হারামিয়া ৬, তৌহিদুল মাওলা রোবেল হারামিয়া ৪, রবিউল আলম বাউরিয়া ৪, জামাল উদ্দিন রহমতপুর ৭, রিদোয়ান হরিশপুর ৭, আরিফুর রহমান আরিফ হরিশপুর ৫, বাহার উদ্দিন কালাপানিয়া ৯, বাবলু চৌধুরী কালাপানিয়া ৪, সেলিম উদ্দিন সন্তেষপুর ৯, ইমরুল সন্তোষপুর ২, রোবেল হারামিয়া ২, সোহরাব আজিমপুর ৯, রাশেদ আজিমপুর ২, মিজানুর রহমান সারিকাইত ৫, আজিজুল হক ভুলু মাইটভাংগা ১, দিদারুল আলম আমানউল্লাহ ৫, বাবুল মুছাপুর ৬, ওমর শরিফ রহমতপুর ৬, জাহেদ সরওয়ার শিমুল মগধরা ৫, সুরাইয়া বেগম মুছাপুর ৭.৮.৯, নার্গিস মগধরা ১.২.৩, হোসনে আরা রহমতপুর ৪.৫.৬,