চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী। কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার ওমরা হজ পালনের জন্য সৌদি আরব গেলে তাকে এই দায়িত্ব দেয়া হয়। তিনি না আসা পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।
কোদালা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ও চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।